ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছেন অজি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। মিডলসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলার সময় করোনায় আক্রান্ত হন তিনি। করোনা টেস্টের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাকে আইসোলেশনে পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে মিডলসেক্সের অধিনায়কত্ব করছিলেন হ্যান্ডসকম্ব। সর্বশেষ ৫ জুলাই গ্লাস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন তিনি। এরপর রোববার (১১ জুলাই) করোনা টেস্টে পজিটিভ হন তিনি।
রোববার লেস্টারশায়ারের বিপক্ষে মাঠে নেমেছে মিডলসেক্স। এ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন টিম মুরতাগ।
একই দিনে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন কেন্টের এক ক্রিকেটার। রোববার শুরু হওয়া সারের বিপক্ষে ম্যাচ চলাকালীন করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। এ কারণে ম্যাচ স্থগিত করে দুই দলের ক্রিকেটারদেরকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।
কেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার (১০ জুলাই) ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। সেখানেই একজন ক্রিকেটারের করোনা পজিটিভ এসেছে। তাকে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। সাথে তার সংস্পর্শে যারা এসেছেন সবাইকেই আইসোলেশনে পাঠানো হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]