শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৩ জুলাই ২০২১
শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

করোনা আক্রমণে পিছিয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পাঁচ দিন পিছিয়ে সিরিজের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই। অপরদিকে কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে নামছে লঙ্কা দল। তবে অনুশীলনে থাকছেন না লঙ্কা দলের কোনো কোচিং স্টাফ।

ইংল্যান্ড সফর শেষ করে দেশের ফিরে কোয়ারেন্টাইনে ছিল পুরো শ্রীলঙ্কা দল। সেখানেই করোনায় আক্রান্ত হন দলের দুই কোচিং স্টাফ। ক্রিকেটাররা করোনা টেস্টে নেগেটিভ আসায় তাদেরকে মাঠে নামার অনুমতি দিয়েছে লঙ্কা বোর্ডের চিকিৎসক দল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয়ছে। সবার ফলাফল নেগেটিভ এসেছে, তাই তাদেরকে অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমদিন দল জিম সেশন করবে। পরবর্তী দিন থেকে মাঠের অনুশীলনে ফিরবে দল। তবে কোচিং স্টাফরা অনুশীলনে থাকতে পারবেন না।’

ইংল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং অ্যানালিস্ট জি টি নিরোশান। এ কারণেই সিরিজটি পাঁচ দিন পিছিয়ে দেয় লঙ্কা বোর্ড।

নতুন সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮,২০ এবং ২৩ জুলাই। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫,২৭ এবং ২৯ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকেই মাস সেরা কনওয়ে

অভিষেকেই মাস সেরা কনওয়ে

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কায় ওলি পোপ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কায় ওলি পোপ

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলবেন অশ্বিন

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলবেন অশ্বিন