শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ শেষে তামিম ইকবাল খেলতে গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন তিনি। তবে গত ২০ মার্চ (মঙ্গলবার) কোয়েটার গ্লাডিয়েটর্সের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন তামিম।
হাঁটুর চোট নিয়ে সরাসরি ব্যাংকক চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর টাইগার ক্রিকেটার তামিম ইকবালের ভক্তদের জন্য দুঃসংবাদই আসলো। তামিমের হাটুর ইনজুরি বেশ বড়সরই। তাকে বেশ লম্বা সময়ই থাকতে হবে মাঠের বাইরে।
চিকিৎসকের পরামর্শ মতে, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বলা হয়েছে, তামিমের এমআরআই স্ক্যানে হাঁটুর অবস্থা খুব ভালো আসেনি। চিকিৎসকরা বলেছেন, এ অবস্থায় পুনর্বাসনে থাকাই সঠিক সিদ্ধান্ত হবে।
এদিকে হাটুতে ব্যথা পাওয়ায় আগেই ধরে নেয়া হয়েছিল যে, পিএসএলের ফাইনাল ম্যাচে পেশোয়ার জামিলের হয়ে মাঠে ব্যাট হাতে নামতে পারবে না এ ওপেনার ব্যাটসম্যান। এখন পিএসএল তো দূরের কথা তাকে টানা মাঠের বাইরে থাকতে হবে ছয সপ্তাহ। আগামী মঙ্গলবার বাঁ-হাতি এই টাইগার ওপেনারের দেশে ফেরার কথা রয়েছে।