ক্যারিয়ারটা শুরু করেছিলেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই। কিন্তু এক সময় বুঝতে পারেন আফগানিস্তান দলে একজন লেগ স্পিনার জরুরি। তখন থেকেই মনযোগ বাড়িয়ে দেন বোলিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন বোলিং অলরাউন্ডার হিসেবে। রশিদ খান এখনও আস্থা রাখেন নিজের ব্যাটিংয়ের উপর। আর তাই তো জানালেন্ আগামী বছর গুলোতে আরও উপরের দিকে ব্যাট করতে চান তিনি।
জাতীয় দলে বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করা রশিদ খান চান ব্যাটার হিসেবেও দলের হয়ে ভূমিকা রাখতে। আর সেজন্য ব্যাটিংয়েও মনযোগ বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।
রশিদ খান বলেন, 'গত দুই বছরেরও অধিক সময় ধরে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করছি যেনো দলের প্রয়োজনে দ্রুত ২০-২৫ রান তুলতে পারি। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে আমি দলে চার বা পাঁচে ব্যাটিং করার সুযোগ পাব।'
টি-টোয়েন্টি ফরম্যাটের এই জনপ্রিয় তারকা যখন আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তখন আফগানিস্তান টেস্ট খেলার মর্যাদাও পায়নি। পরে আইসিসি আফগানদের টেস্ট স্ট্যাটাস প্রদান করে। টি-টোয়েন্টি বেশি খেলা হলেও টেস্ট দারুণ উপভোগ করেন রশিদ খান।
তিনি বলেন, 'হ্যা, আমি টেস্ট খেলতেও পছন্দ করি। সর্বশেষ পাঁচ ম্যাচে বিভিন্ন দেশের সঙ্গে টেস্ট খেলেছি যা আমার দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। '
রশিদ খান মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বোলার তার দক্ষতা যাচাই-বাছাই করার সুযোগ পায় না। কিন্তু টেস্টে একজন বোলার তার দক্ষতা প্রমাণের জন্য প্রচুর সুযোগ পায়। তার মতে, টেস্ট ক্রিকেট হলো দক্ষতা প্রমাণের জায়গা।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ কম। কারণ সময় কম থাকে। কিন্তু টেস্ট ক্রিকেটে আপনি আপনার দক্ষতা দেখানোর পর্যাপ্ত সুযোগ পেয়ে থাকেন।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]