ভিসা সমস্যায় আটকে আছেন রুবেল-শামীম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১০ জুলাই ২০২১
ভিসা সমস্যায় আটকে আছেন রুবেল-শামীম

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে রয়েছে বাংলাদেশ। তিন স্কোয়াডে ডাক পাওয়ার ক্রিকেটাররা আলাদাভাবে জিম্বাবুয়ে সফরে গিয়েছেন। তবে এখনও জিম্বাবুয়ে যেতে পারেননি বাংলাদেশ স্কোয়াডে থাকা রুবেল হোসেন এবং শামীম পাটোয়ারী। তাদের ভিসা সমস্যার কারণে এখনও যেতে পারেননি বলে বাংলাদেশ বোর্ড থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান খুব দ্রুতই তারা জিম্বাবুয়ে যেতে পারবেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। আমরা কোনো ঝুকি নিতে চাই না, তাই ওদেরকে দ্রুত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে রুবেল এবং শামীম এখনও দলের সাথে যোগ দিতে পারেনি। ওদের ভিসা নিয়ে সমস্যা হয়েছে। ভিসা সমস্যা সমাধান হলেই ওরাও দলের সাথে যোগ দিবে।’

বিসিবি থেকে জানানো হয়েছে জিম্বাবুয়ে পৌঁছে বাংলাদেশ দলের সদস্যরা করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন। সেখানে একদিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে নেমে পড়বেন তারা।

বৃহস্পতিবার (৮ জুলাই) জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন ওয়ানডে দলের ক্রিকেটাররা। আর শুক্রবার (৯ জুলাই) ভোরে বাংলাদেশ ছাড়েন টি-টোয়েন্টি দলের সদস্যরা। ওয়ানডে দলের সাথে রুবেল হোসেনের জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল আর টি-টোয়েন্টি দলের সাথে শামীম পাটোয়ারীর যাওয়ার কথা ছিল।

এর আগে টেস্ট স্কোয়াডের সদস্য একই সমস্যায় দলের সাথে জিম্বাবুয়ে যেতে পারেননি। তিনি দলের সাথে যোগ দিয়েছিলেন একদিন পর।

টেস্ট ম্যাচ শেষ করেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

দলের জন্য খেলেছি, চাই নির্ভরযোগ্য টেলেন্ডার হতে : তাসকিন

দলের জন্য খেলেছি, চাই নির্ভরযোগ্য টেলেন্ডার হতে : তাসকিন

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ