চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৯ জুলাই ২০২১
চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

শ্রীলঙ্কার দলের সীমিত ওভারের অধিনায়কত্ব হারালেন ব্যাটসম্যান কুশল পেরেরা। নতুন অধিনায়ক হিসবে দাশুন শানাকাকে বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন তিনি।

চলতি বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন কুশল পেরেরা। তার অধীনে তিনটি সিরিজেই বাজেভাবে হেরেছে লঙ্কানরা। তবে দলের হতশ্রী পারফর্মেন্সের কারণে অধিনায়কত্ব হারাননি তিনি। চুক্তির সমস্যার কারণে তাকে ছাটাই করেছে লঙ্কা বোর্ড।

বেশ কিছুদিন ধরেই বোর্ডের সাথে লঙ্কান ক্রিকেটারদের চুক্তি নিয়ে ঝামেলা চলছে। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের স্বাক্ষর করার নির্দেশনা দেওয়া হলেও তা করেননি ক্রিকেটাররা। পেরেরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ক্রিকেটারদের চুক্তিতে স্বাক্ষর না করতে উৎসাহিত করেছেন।

অপরদিকে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে সিরিজের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন দাশুন শানাকা। পাশাপাশি অন্যান্য ক্রিকেটারদেরও চুক্তিতে স্বাক্ষর করতে উৎসাহিত করেছেন তিনি। এ কারণেই ক্রিকেটাররা চুক্তিতে স্বাক্ষর করছেন বলে জানিয়েছেন অনেকে। এছাড়াও কুশল পেরেরার অধীনে দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসব কারণেই পেরেরাকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়েছে লঙ্কা বোর্ড। চলতি বছরের ১৩ জুলাই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে শানাকার যাত্রা শুরু হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটার না পাওয়ায় এলপিএল স্থগিত

ক্রিকেটার না পাওয়ায় এলপিএল স্থগিত

ভারতের ভবিষ্যত অধিনায়ক পান্থ : যুবরাজ

ভারতের ভবিষ্যত অধিনায়ক পান্থ : যুবরাজ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল