ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৮ জুলাই ২০২১
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

কোপা আমেরিকা-ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডামাডোলে হারারেতে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। সে অবস্থায় থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মমিনুল হক।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মমিনুল হক এবং সাদমান ইসলাম। দুইজন মিলে গড়ে তোলেন ৬০ রানের জুটি। এ জুটিতে মমিনুলের অবদান ৩১ রান আর সাদমান ২১ রান। দলীয় ৬৮ রানের মাথায় সাদমানের বিদায়ে দলের হাল ধরেন মুশিফক এবং কাপ্তান মমিনুল।

মুশফিককে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নির্বিঘ্নেই কাটিয়ে দেন মমিনুল হক। বিরতি থেকে ফিরে নিজের ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন মমিনুল। ৬৪ বলেম করেন ৫২ রান । হাফ সেঞ্চুরি পর্যন্ত ইনিংসে ছিল ১০ টি চার।

মমিনুলের হাফ সেঞ্চুরির পরেই প্যাভিলিয়নে ফিরে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। উইকেটে আছেন কাপ্তান মমিনুল হক এবং লিটন দাস। আর মমিনুলের ব্যক্তিগত সংগ্রহ ৭৫ বলে ৫৬ রান।

হারারে টেস্টের আগ পর্যন্ত ৪৪ টেস্টে ৪২.৫৮ গড়ে করেছেন ৩২৭৯ রান। ক্যারিয়ারে পেয়েছেন ১১ সেঞ্চুরি এবং ১৩ হাফ সেঞ্চুরির দেখা। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি

ক্যারিয়ারের কঠিন ম্যাচটি খেলেছি : বোনুচ্চি

শুটআউট হিরো : এমিলিয়ানো মার্টিনেজ

শুটআউট হিরো : এমিলিয়ানো মার্টিনেজ

ইউরোর ইতিহাসে ইতালির যত সাফল্য-ব্যর্থতা

ইউরোর ইতিহাসে ইতালির যত সাফল্য-ব্যর্থতা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য