জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে মাঠে নেমেই ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দলীয় ৮ রানেই দুই উইকেট হারিয়ে বসে। তবে ওপেনার সাদমান ইসলামকে নিয়ে লড়াই করলেও লাঞ্চ বিরতির আগে আরও এক উইকেট হারায় বাংলাদেশ।
বুধবার (৭ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মমিনুল হক। ইনজুরির কারণে খেলতে না পারা তামিম ইকবালের পরিবর্তে সাইফ হাসান এবং সাদমান ইসলাম ব্যাট হাতে ওপেন করতে নামনে।
শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। দলীয় ৪ রানে সাইফ হাসানকে সাজঘরে ফেরান তিনি। ৫ বল মোকাবেলা করে খালি হাতেই ফিরেন এ টাইগার ওপেনার। এরপর নাজমুল হাসান শান্তও উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি।
দলীয় ৮ রানে মুজারাবানি বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ৮ বল খেলে ২ রান করেন শান্ত। শুরুতেই দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে উইকেটে যান অধিনায়ক মমিনুল হক।
দুই উইকেটে হারিয়ে নড়বড়ে বাংলাদেশের হাল ধরেন টাইগার অধিনায়ক। ওপেনার সাদমান ইসলামকে সাথে নিয়ে রানে চাকা সচল রাখেন। তাদের দু’জনের ব্যাটে দলীয় রান ৫০ পার হয়। তবে বেশি দূর যেতে পারেনি তাদে জুটি।
দলীয় ৬৮ রানে ওপেনার সাদমান সাজঘরে ফিরলে ৬০ রানে ভেঙে যায় মমিনুল-সাদমানের জুটি। ২১তম ওভারে প্রথম বলে আউট হওয়ার আগে ৬৪ বলে ২৩ রান করে সাতমান। তার এ ইনিংসে ৪টি চারের মার ছিল।
সাদমানকে হারিয়ে মুশফিকুর রহিমের সাথে জুটি গড়েন মমিনুল। দলীয় ৭০ রানে লাঞ্চে যাওয়ার আগে মমিনুল ৩২ এবং মুশফিকুর রহিম ১ রানে অপরজিত ছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]