অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৮ জুলাই ২০২১
অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

চলতি বছর থেকেই প্লেয়ার অব দ্য মান্থ পুরষ্কার চালু করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রত্যেক মাসের সেরা ক্রিকেটারদের এ সম্মান দিয়ে থাকে আইসিসি। জুন মাসের সেরা ক্রিকেটারদের জন্য তালিকা প্রকাশ করেছে। পুরুষ এবং নারী উভয় ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ছয় ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার অব দ্য মান্থ পুরষ্কারের মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ডেভন কনওয়ে এবং কাইল জেমিসন। আর তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোয়ন পেয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

কিউইদের ইংল্যান্ড সফরে নিজেকে আলাদা করে চিনিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন কনওয়ে এবং জেমিসন। অপরদিকে প্রোটিয়াদের ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন অভিজ্ঞ কুইন্টন ডি কক।

sportsmail24

নারীদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্টের দুর্দান্ত পারফর্মাররা। যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন সোফি এললেসটন (ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত) এবং স্নেহ রানা (ভারত)।

আইসিসি ভোটিং প্যানেল এবং দর্শকের ভোটে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হবে। সোমবার (১২ জুলাই) ঘোষণা করা মাসের সেরা ক্রিকেটারের নাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও একই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড

পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও একই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড

হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন

হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন

ছোট ফরম্যাটে আফগান নেতা রশিদ খান

ছোট ফরম্যাটে আফগান নেতা রশিদ খান

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল