মোহাম্মদ আমির, পাকিস্তানের এক প্রতিভাবান বোলার। ক্যারিয়ারের শুরুটা দারুণ ভাবে শুরু হলেও শেষটা মধুর হয়নি এই পেসারের। নানা কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। আমিরের এই অবসর নিয়ে অনেক ক্রিকেটারই নিজেদের মত তুলে ধরেছেন। আমিরের ব্যাপারে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। তিনি মনে করেন, কোনভাবেই অবসর নেয়াটা উচিত হয়নি আমিরের।
আমির পূর্বেই বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এর সাথে ঝামেলাতেই তিনি অবসর নিয়েছেন। সালমান বাট মনে করেন, পিসিবির সাথে তার কোন ঝামেলা থাকলেও আমিরের উচিত ছিল অন্ততপক্ষে ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়া।
বাট বলেন, 'আমির বলেছে যে তার টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলা রয়েছে। এবং সেখানে পরিবর্তন না আসা পর্যন্ত তার পক্ষে খেলা সম্ভব নয়। যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে তার অবসর নেয়ার কি দরকার ছিল?'
বাট মনে করেন, আমির যদি পিএসএল খেলতে পারে তাহলে সে চাইলেই ঘরোয়া ক্রিকেট খেলতে পারতো। কারণ, পিএসএলে যাদের অধীনে সে খেলেছে ঘরোয়া ক্রিকেটেও তারা কোন না কোন দলের সাথে জড়িত আছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমির চাইলেই ঘরোয়া ক্রিকেট খেলতে পারত। যেখানে মোহাম্মদ ওয়াসিম তার কোচ। এবং ইমাদ ওয়াসিম ছিল তার দলের অধিনায়ক যার অধীনে সে পিএসএলও খেলেছে। সে ঘরোয়া ক্রিকেটের ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাট চাইলেই খেলতে পারত।'
আমিরের অবসরের পরও এত প্রশ্ন উঠায় বিরক্ত সালমান বাট। একই সাথে তিনি আমিরকে স্পষ্ট করে কোন ফরম্যাট থেকে অবসর নিয়েছে সেটা খোলাসা করতেও বলেন। বাট মনে করেন, আমিরের ব্যাপারে একটা সমাধান আসা উচিত।
সাবেক এই ওপেনার বলেন, 'আমির যদি অবসর নিয়ে থাকে তাহলে তাকে নিয়ে এত কথা কেন? সে অবসর নিয়ে থাকলে তো তাকে দলে নেয়ারও সুযোগ নেই, যতই ভালো পারফর্ম করুক না কেনো। আমিরেরও উচিত এটা পরিষ্কার করা যে, সে কি সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছে নাকি লাল বলের ক্রিকেট থেকে। যদি সে ফিরতে চাই, তাকে অবশ্যই ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করতে হবে।'
এর আগে সোমবার (৫ জুলাই) পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস জানান যে, আমিরকে দলে ফিরতে হলে ঘরোয়া লিগে পারফর্ম করেই ফিরতে হবে। বর্তমান দলে তার জন্য সুযোগ পাওয়াও কঠিন বলে মন্তব্য করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]