মাঠে এবং মাঠের বাইরে, উভয় জায়গাতেই খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা। মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সময়টা ভালো যায়নি তাদের। আর মাঠের বাইরে বোর্ডের সঙ্গে চলছে চুক্তি নিয়ে বিবাদ। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে কুশল পেরেরারা। এমনই এক সময়ে লজ্জাজনক এক রেকর্ডই নিজেদের করে নিলো শ্রীলঙ্কা ক্রিকেট দল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারার মধ্য দিয়ে ভারতকে টপকে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি হারের লজ্জাজনক রেকর্ডটি নিজেদের করে নিল শ্রীলঙ্কা।
১৯৭৪-২০২১ পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ইন্ডিয়া ৯৯৩ টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত ৫১৬টি জিতেছে ও ৪২৭টি হেরেছে। জয়ের শতকরা হার ৫৪.৬৭ শতাংশ।
অন্যদিকে, শ্রীলঙ্কা ওয়ানডে ক্রিকেট খেলছে ১৯৭৫ সাল থেকে। ২০২১ পর্যন্ত তারা ৮৬১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে শ্রীলঙ্কা ৩৯০টি জিতেছে ও ৪২৮টি হেরেছে। জয়ের শতকরা ৪৭.৬৯ শতাংশ।
আসন্ন ভারত সিরিজ জয় লাভ করে কুশল পেরেরা পুনরায় সেই রেকর্ড থেকে নিজেদের নাম সরিয়ে নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩ জুলাই প্রথম ওয়ানডে, ১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১৮ জুলাই তৃতীয় ওয়ানডে।
এরপর ২১ জুলাই প্রথম টি-২০, ২৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ২৫ জুলাই শেষ টি-টোয়েন্টি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]