বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। তবে সেই সুনাম বেশি দিন স্থায়ী হলো না। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তীব্র সমালোচনার শিকার হয়ে এবার ক্ষমা চাইলেন দিনেশ কার্তিক।
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজে ব্যাটের গুণাগুণ বিশ্লেষণ করতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কার্তিক তার ধারাভাষ্যে বলেছিলেন, 'ব্যাটসম্যান এবং তাদের ব্যাট পছন্দ না হওয়া-এটা যেন যুগ যুগ ধরে চলে। বেশিরভাগ ব্যাটসম্যানেরই নিজেদের ব্যাট পছন্দ নয়। তাদের সব সময় অন্যের ব্যাট ভাল লাগে। ভাল ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো। তাদের সব সময় ভাল লাগে।'
কার্তিকের এই বক্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। কার্তিক জানান, তার এই মন্তব্যের জন্য তার স্ত্রী ও মা থেকেও কথা শুনেছেন তিনি।
কার্তিক বলেন, ‘গত ম্যাচে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। আমার আসলে এমন কিছু বোঝাতে চাইনি। সবকিছুই উল্টোপাল্টা হয়ে গেছে। যারা আমার কথা শুনেছেন, সবার কাছে ক্ষমা চাই। এটা বলার জন্য আমি আমার মা এবং স্ত্রীর কাছেও কথা শুনেছি। আমি সত্যিই দুঃখিত। এমনটা আর হবে না।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]