ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৫ জুলাই ২০২১
ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

ঘরোয়া ক্রিকেটের একের পর এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন ভারতীয় ক্রিকেটাররা। করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ব্যস্ততা কিছু কম থাকলেও চলতি মৌসুম থেকে আবারও আগের ধাঁচে ফিরছে ভারতের ঘরোয়া ক্রিকেট। ২০২১-২২ মৌসুমে ২ হাজারেও বেশি ম্যাচ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড -বিসিসিআই।

ভারতীয় ক্রিকেটের নতুন মৌসুম শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এ মৌসুমে বয়সভিত্তিক, পুরুষ এবং নারী ক্রিকেট মিলিয়ে মোট ২১২৭ টি ম্যাচ আয়োজন করবে বিসিসিআই। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হবে সবগুলো ম্যাচ।

শনিবার (৩ জুলাই) বিসিসিআই ২০২১-২২ মৌসুমের জন্য সূচি প্রকাশ করেছে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর নারী ওয়ানডে লিগ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট। একই দিনে পুরুষদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিও মাঠে গড়াবে। সৈয়দ মুশতাক আলি ট্রফির ফাইনালের পরেই আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদের নিলাম।

সৈয়দ মুশতাক আলি ট্রফির পর মাঠে গড়াবে রঞ্জি ট্রফি। ২০২০-২১ মৌসুমে মাঠে গড়ায়নি রঞ্জি ট্রফ। ১৯৩৪-৩৫ সালের পর প্রথমবারে মত করোনাভাইরাস মহামারির কারণে এ আসর স্থগিত করা হয়েছে।

এছাড়াও নির্ধারিত সময়ে মাঠে গড়াবে বিজয় হাজারে ট্রফি এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট। করোনাভাইরাস মহামারির মধ্যেও বয়সভিত্তিক দলগুলোর টুর্নামেন্টও মাঠে রাখবে বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

আর্জেন্টিনায় নিজ শহরে মেসির বহুমাত্রিক ম্যুরাল

আর্জেন্টিনায় নিজ শহরে মেসির বহুমাত্রিক ম্যুরাল