নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৪ জুলাই ২০২১
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচ রাঙিয়েও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওলি রবিনসন। তবে এবার আট ম্যাচের জন্য নিষেধাজ্ঞা মেয়াদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন ম্যাচের মূল নিষেধাজ্ঞার পাশাপাশি পাঁচ ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা। মূল নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় রবিনসনের মাঠে ফিরতে আর কোনো বাধা নেই।

৮ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩২০০ পাউন্ড আর্থিক জরিমানাও করেছে ইসিবি। এছাড়াও আগামী দুই বছরের মধ্যে একই ভুল আবার করলে তাকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। নিষেধাজ্ঞার তিন ম্যাচ কার্যকর করা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং ভাইটালিটি ব্লাস্টের দুই ম্যাচে। তাই এখন যেকোনো সময় মাঠে ফিরতে পারবেন তিনি।

নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে জাতীয় দলে সুযোগ পেতে পারেন ওলি রবিনসন। ধারণা করা হচ্ছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়েই দলে ফিরতে পারেন তিনি। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অভিষেক হলেও, ম্যাচ চলাকালীন ৮-৯ বছরের পুরোনো টুইট নিয়ে তাকে সমালোচনায় পড়তে হয়।

সেসব পুরোনো টুইটে বর্ণবিদ্বেষী বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন তিনি। তবে লর্ডসের টেস্টের প্রথম দিন শেষে ক্ষমা চাইলেও পার পাননি রবিনসন। নিষেধাজ্ঞার কবলে পড়তেই হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অনির্দিষ্টকালের জন্য রবিনসনকে নিষিদ্ধ করে ইসিবি। লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট এবং ৪২ রান করেছিলেন। অভিষেকটা রাঙালেও, সমালোচনার কবলে পড়ে হারিয়েছিলেন নিজের জায়গা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

তৃতীয় পক্ষের বাঁধায় আটকে আছে বার্সা-মেসির চুক্তি

তৃতীয় পক্ষের বাঁধায় আটকে আছে বার্সা-মেসির চুক্তি

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক