ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ জুলাই ২০২১
ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন সাতটি বছর। তবে জিম্বাবুয়ের মাটিতে খেলার ভাগ্য হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। হবেই বা কী করে; বাংলাদেশই তো দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে গেল। ক্যারিয়ারের প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে গিয়ে খুবই এক্সাইডেট তাসকিন।

ক্রিকেটের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত মঙ্গলবার (২৯ জুন) জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগার জিম্বাবুয়ে সফর। ১৮ সদস্যের টেস্ট দলে রয়েছেন তাসকিন আহমেদ। শুক্রবার (২ জুলাই) নিজেদের দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষ কথা বলেছেন তাসকিন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‌‘আসলে আমি খুব এক্সাইটেড, খুবই ভালো লাগছে। প্রথমবারে মতো জিম্বাবুয়ে আসলাম। যদিও আমার অভিষেক হয়েছে ২০১৪ সালে, এ সাত বছরের মধ্যে কখনও জিম্বাবুয়ে আসা হয়নি। প্রথমবারে মতো আসলাম। যদিও আমাদের বায়ো-বাবলের মধ্যে যাচ্ছে, তারপরও সবকিছু মিলিয়ে উপভোগ করছি। আমি এক্সাইটেড যে, কখন খেলা শুরু হবে।’

জিম্বাবুয়ে পৌঁছে মাত্র একদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠের অনুশীলন করতে পারছে বাংলাদেশ দল। বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন শেষে একমাত্র টেস্ট ম্যাচের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, যা শুরু হবে শনিবার। প্রথম দুইদিন নিজেদের অনুশীলন নিয়ে সন্তুষ্ট তাসকিন।

বলেন, ‘প্র্যাকটিস সেশন মাশাল্লাহ ভালো হচ্ছে। বোলার-ব্যাটসম্যান সবাই সবার প্রিপারেশন ওয়াইজ অনুশীলন করছে। আমরা আগামীকাল (শরিবার) থেকে প্র্যাকটিস ম্যাচও খেলবো। প্রিপারেশন ওয়াইজ কোন অভিযোগ থাকবে না বলে আশা করি।’

বাংলাদেশের চেয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও নিজেদের মাটিতে বেশ শক্তিশালী জিম্বাবুয়ে। প্রথমবারের মতো সফরে গেলেও তাসকিন নিজেও এটি উপলব্ধি করছেন। বলেন, ‘জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সাথে খেলা সহজ না। আমাদেরকে অনেক টাফ কন্ডিশন এবং টাফ সিচুয়েশন এবং প্রতিপক্ষ ফেস করেই খেলতে হবে। কোনো ম্যাচই সহজ না, এর মধ্য থেকেই সেরাটা দিয়ে আমাদেরকে খেলে বের হয়ে আসতে হবে।’

নিজের ফিটনেস নিয়ে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে আগের থেকে মাশা-আল্লাহ ভালো হচ্ছে। কিন্তু এখনও ভালো করার অনেক জায়গা আছে। উন্নতি হচ্ছে, আমি আসলে মাঠের বাইরের প্রসেসগুলো ফলো করছি। ওটাই আমার শতাভাগ দেওয়ার কন্ট্রোল আছে, সেটাই আমি দিয়ে যাচ্ছি। ইনশা-আল্লাহ এভাবে যদি করতে পারি তাহলে ভালো কিছু হবে। এ সিরিজ নিয়েও ভালো কিছু হওয়ার আশাবাদী আমি।’

করোনা পরিস্থিতর কারণে দেশে কিংবা বিদেশে দুই জায়গাতেই খেলার সময় পরিবারের বাইরে থাকতে হয়। বিষয়টি আসলে খুব এবটা সহজ না। বায়ো-বাবল জীবন নিয়ে তাসকিন বলেন, ‘আসলে বায়ো-বাবল জীবনটা সহজ না। কারণ, যখন হোম সিরিজ খেলি তখন ঢাকায় থেকেও পরিবার থেকে দূরে থাকতে হয়। এখন হোম এবং অ্যাওয়ে দুই সিরিজই বায়ো-বাবলের মধ্যে হয়, এটা বেশ স্ট্রেসের বিষয়। তারপর খেলার মধ্যে তো একটা চাপ থাকেই। এটা আসলে সহজ কোনো বিষয় না। আমরা দেশের জন্য খেলি, নিজের সেরাটা দিয়ে খেলি, সবকিছু ত্যাগ করে খেলি। সবসময় ভালো করতে চাই এবং দেশকে জয় উপহার দিতে চাই।’

শনি ও রোববার হারারের হাইফিল্ডে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে বুধবার থেকে শুরু হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর স্বাগতিক জিম্বাকুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

জিম্বাবুয়েকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ

জিম্বাবুয়েকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান