ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ভারতের মূল দলের অবস্থান ইংল্যান্ড। একই সময়ে শ্রীলঙ্কা সফর থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে ভারত। সে দলের ২০ জনের মধ্যে ছয়জন ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলেননি। এমন দলের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা বোর্ডের উপর চটেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
রানাতুঙ্গার মতে ভারতের এ দলের বিপক্ষে খেলতে রাজি হওয়া রীতিমত অপমানজনক। চলতি মাসের ১৩ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার লড়াই।
আরও পড়ুন> ইনজুরিতে গিল, শঙ্কায় ইংল্যান্ড সিরিজ
রানাতুঙ্গা নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় সারির ভারতীয় দলে শ্রীলঙ্কায় আসাটা আমাদের জন্য অপমানজনক। টেলিভিশন মার্কেটিংয়ের জন্য তাদের সাথে খেলতে চাওয়ার জন্য বোর্ডকেই দায়ী করবো।’
আরও পড়ুন> ২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান
তিনি আরও বলেন, ‘ভারত তাদের সেরা দলকে ইংল্যান্ডে পাঠিয়েছে। দ্বিতীয় সারির দলকে আমাদের এখানে পাঠিয়েছে। এর জন্য আমাদের বোর্ড দায়ী।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]