মালানের বিকল্প হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ব্যান্টন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ এএম, ০২ জুলাই ২০২১
মালানের বিকল্প হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ব্যান্টন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডের জন্য টম ব্যান্টনকে দলে ডেকেছেন ইংলিশ নির্বাচকরা। ডেভিড মালানের বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন টম ব্যান্টন। ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন মালান এবং ইনজুরির কারণে দলের সাথে নেই আরেক ওপেনার জেসন রয়।

জেসন রয় এবং ডেভিড মালানের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন ইনফর্ম ওপেনার টম ব্যান্টন। ব্যাট হাতে ভাইটালিটি ব্লাস্টে দারুণ ছন্দে আছেন টম ব্যান্টন। সোমবার (২৮ জুন) কেন্টের বিপক্ষে ৫১ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ব্যান্টন।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬ ওয়ানডেতে আর টি-টোয়েন্টি ফরম্যাটে ৯ ম্যাচে মাঠে নেমেছেন ব্যান্টন। সর্বশেষ ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ২০২০ সালের সর্বশেষ সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে টম ব্যান্টনকে দেখা গিয়েছিল। সে হিসেবে নয় মাস পর জাতীয় দলে ফিরলেন ব্যান্টন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর