ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আরব আমিরাতে এর আগে আইপিএলের মতো বড় আসর হলেও ওমানের বড় কোন টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা নেই। আর তাই এবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে ক্রিকেট স্টেডিয়ামকে আরও নতুন করে সাজাতে চাই তারা। আর সেই সংস্কার এবং সংযোজনে প্রায় ২ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
ওমানে মূল পর্বের কোন ম্যাচ না হলেও মূল পর্বের খেলা শুরুর আগে ৮ দলের অংশগ্রহণে কোয়ালিফায়ার রাউন্ড অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ারের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। কোয়ালিফায়ার রাউন্ডে খেলবে ৮ দেশ। দেশগুলো হল: বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও পাপুয়া নিউগিনি। এ আট দল থেকে কোয়ালিফায়ার চার দল মূলপর্বে বাকি ৮ দলের সঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
ওমান ক্রিকেটের পরিচালক মধু জেসরানি জানান, স্বপ্নের বিশ্বকাপ আয়োজনে সেরাটাই দিবে তারা, এক্ষেত্রে কোন কার্পণ্য করা হবে না বলে জানান তিনি। জেসরানির আশা অন্ততপক্ষে ছয়টি ম্যাচ ওমানে অনুষ্ঠিত হবে।
Oman Cricket is grateful to @icc for giving us an opportunity to co-host ICC Men’s T-20 World Cup.
— Oman Cricket (@TheOmanCricket) June 29, 2021
Dreams can come true, but there is a secret. They’re realized through the magic of persistence, determination, commitment, passion, practice, focus & hard work.#cricket #oman pic.twitter.com/UJP7kkNFqA
বর্তমানে মাঠের অবস্থা ভালো হলেও আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য আইসিসির যে শর্ত রয়েছে তার অনেক কিছুই নেই এই ওমান স্টেডিয়ামে। ড্রেসিংরুম বাড়ানো, ফ্লাডলাইট, কমেন্ট্রি বক্স সহ আরও কিছু কাজ করতে হবে বলে জানান জেসরানি। তিনি বলেন, 'ওমান ক্রিকেটের অধীনে প্রায় দুই ্মিলিয়ন ডলারের কাজ করা হবে। আইসিসির চাহিদা অনুযায়ী আমাদের চারটি ড্রেসিংরুম থাকা দরকার, যেখানে আমাদের আছে দুইটি। আমাদেরকে আরও দুইটি বানাতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'শুধু তাই নয়, আমাদেরকে ফ্লাডলাইটের আলোও বাড়াতে হবে। একই সাথে টিভি টাওয়ার এবং কমেন্ট্রি বক্স স্থাপনের কাজও আমাদের দ্রুত সময়ের মধ্যে করতে হবে। বর্তমানে মাঠে দর্শকদের জন্যও ব্যবস্থা নেই। আমরা চেস্টা করছি ভিআইপি বক্স সহ দর্শকদের জন্য ভালো ব্যবস্থা করার।'
এত বড় আয়োজনের পিছনে ওমানের করোনা পরিস্থিতিও বড় প্রভাব ফেলবে বলে মনে করে ওমান ক্রিকেট। বর্তমানে দেশটিতে প্রতিদিন ১৫০০-২০০০ করোনা রোগী শনাক্ত হচ্ছে। তাছাড়া আরোপ করা আছে নাইট কারফিউও। ওমান ক্রিকেট আশাবাদী যে, বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম প্রস্তুত করতে ওমান সরকারও তাদের সু-নজর দিবে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]