ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছেন আয়ারল্যান্ড । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ জুলাই মুখোমুখি হবে দুই দল।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হবে। দুই ফরম্যাটের জন্য ১৫ জনের আলাদা দল ঘোষণা করে তারা। ওডিআই ফরম্যাট থেকে অবসর নেয়া অভিজ্ঞ ক্রিকেটার কেভিন ও ব্রায়েন রয়েছেন টি-টোয়েন্টি দলে।
Here are the One Day International and T20I squads to face South Africa in July.
— Cricket Ireland (@cricketireland) June 30, 2021
Go well lads! #BackingGreen pic.twitter.com/stVX1nxniq
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচক এন্ড্রু হোয়াইট মনে করেন, তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে দুই ফরম্যাটেই সেরা দলটি ঘোষণা করা হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম সিরিজটিতে ইতিবাচক ফল বয়ে আনবে আইরিশ ক্রিকেটাররা এমন প্রত্যাশাই হোয়াইটের।
ওয়ানডে দল:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, লরকান টাকার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রায়েম ম্যাককার্টার, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম পোর্টারফিল্ড, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি টেক্টর ও ক্রেইগ ইয়াং।
টি-টোয়েন্টি দল:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং, শেন গেটকেট, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি ও উইলিয়াম ম্যাকক্লিন্টক
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]