নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ০২ জুলাই ২০২১
নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

স্টিভেন স্মিথদের জন্য নতুন দুই সহকারী কোচ নিয়োগ করলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দলটির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করবেন তারা। নতুন নিয়োগ পাওয়া দুই কোচ হলো: মাইকেল ডি ভেনুটো এবং জেফ ভগান। তাদের প্রচেষ্টায় অজিদের মাঠের পারফরম্যান্স আরও ভালো হবে এমনটাই আশা বোর্ড কর্মকর্তাদের।

নতুন নিয়োগ পাওয়া ডি ভেনুটো ইতিমধ্যেই দলের সাথে সেন্ট লুসিয়ায় আছেন। ২০০৩ সালে অস্ট্রেলিয়ারই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। ৯টি ওডিআই খেলা এই কোচ ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সিনিয়র কোচেরও দায়িত্ব পালন করেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাথে কাজ করতে পেরে খুশি ভেনুটোও। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার দলের সাথে পুনরায় কাজ করতে পেরে আমি আনন্দিত। আমি তাদের সাথে আগেও কাজ করেছি, পুনরায় ফিরতে পেরে খুশি। পূর্বের চেয়ে এবার আরও অভিজ্ঞতা নিয়ে যোগ হয়েছি।'

৪৭ বছর বয়সী ভগান নিজের অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে চান দলের উন্নয়নে। দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার নতুন দুই সহকারীকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'তারা দুইজনই প্রত্যেকে তাদের কর্মক্ষেত্রে সফল। তাদের সংযুক্তি কোচিং প্যানেলকে আরও সমৃদ্ধ করেছে। তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

ইমরান খানের ইচ্ছাতেই পিসিবি সভাপতি থাকছেন এহসান মানি

ইমরান খানের ইচ্ছাতেই পিসিবি সভাপতি থাকছেন এহসান মানি