দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ এএম, ০২ জুলাই ২০২১
দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

পাকিস্তান সিরিজ দিয়ে অবশেষে ক্রিকেট মাঠে পূর্ণ গ্যালারিতে ফিরছে দর্শক। করোনাভাইরাসের শুরুর দিকে ক্রীড়াঙ্গন বন্ধ থাকলেও সনয়ের সাথে সাথে তা চালু হয়। দর্শকশূন্য মাঠ থেকে শুরুতে সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয় উন্নত দেশ গুলো। এবার প্রথম ধারণ ক্ষমতার সম্পূর্ণ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে ইংল্যান্ড।

প্রায় দুই বছর পর নিজেদের ঘরের মাঠে পূর্ণ গ্যালারির সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দর্শক পরিপূর্ণ গ্যালারি রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। সিইজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে।

যুক্তরাজ্য সরকার আগামী ১৯ জুলাইয়ের মধ্যে কোভিডের কারণে আরোপ করা সকল নিষেধাজ্ঞা তুলে নিতে চাচ্ছে। তারই অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে দর্শক ফেরানো হয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই প্রথমবারের মতো মাঠে দর্শক ফিরিয়েছিল ইংল্যান্ড। যদিও সেই টেস্টে ২০-২৫ শতাংশ দর্শক উপস্থিত ছিল, তবে সেটি সফল হওয়াতেই এখন আর ও বড় পরিসরে দর্শক মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেয়ার সাহস করতে পেরেছে ইসিবি।

মাঠে একমাত্র তারা ই উপস্থিত থাকতে পারবে যাদের বয়স ১১ বছরের বেশি এবং যারা করোনার পূর্ণ ডোজ নিয়েছে। মাস্ক পরতে উৎসাহিত করা হলেও থাকছে না সামাজিক দূরত্ব ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর