বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগ ঠিকঠাক চলছে না। এমনটা বেশ কয়েক মাসে অনেকজনই জানানোর চেষ্টা করেছিলেন। সর্বশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠে। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলায় সন্তুষ্ট নন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
দীর্ঘদিন ধরেই কোনো কার্যক্রমের মধ্যে নেই বাংলাদেশ 'এ' দল। 'এ' দলের কার্যক্রম দেখাশুনা করে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ। 'এ' দলের কার্যক্রম না থাকায় তা নিয়ে সমালোচনা করেন সুজন। এছাড়াও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হয়েও কোচ নিয়োগের বিষয়ে জানা না থাকায় তা নিয়ে হতাশা প্রকাশ করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
সোমবার (২৮ জুন) মিরপুরের সাংবাদিকদের সাথে কথা বলেন সুজন। তখনই এসব বিষয় নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন তিনি। সুজনের এ ব্যক্তব্যের পর দেশের ক্রিকেটে তোলপাড় উঠে। সংবাদমাধ্যমের সামনে এ রকম বক্তব্য দেওয়ায় সোমবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় ডাক পড়ে দুই পরিচালকের। তবে সেখানে কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি।
ঘটনার দুইদিন পর বুধবার (৩০ জুন) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আকরাম খান। তিনি কারও সমালোচনার পক্ষে নয় বলে জানিয়েছেন আকরাম খান। তবে সংবাদমাধ্যমে কেউ তার সমালোচনা করলে সে বিষয়কেও ভালো ভাবে দেখেছেন না তিনি।
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বোর্ড সভাপতির কাছে অভিযোগ করতে পারতেন বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন, 'আমি কারও সমালোচনা করা পছন্দ করি না। কেউ করুক সেটিও আমি চাইনা। আমাদের বোর্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরর মাননীয় বোর্ড সভাপতি আছে। উনি সবাইকে কথা বলার জন্য যথেষ্ট সুযোগ দেন। আপনি যদি ব্যক্তিগতভাবে মিডিয়ায় এসব বলেন সেটা ভালো বিষয় না। কোনো সময়ই এতে ক্রিকেটের ভালো হবে না।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]