নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ০১ জুলাই ২০২১
নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

দীর্ঘদিন পর নতুন কোনো সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। চলতি বছরের নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যাবে 'এ' দল। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর হয়েছিল । এরপর করোনা মহামারির কারণে ‘এ’ দলের কার্যক্রম বন্ধ করা হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ বোর্ড সভায় ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি ছায়া দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই ‘এ’ দলের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহলে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ‘এ’ দল ঠিকমত করা হলে ছায়া দলের কোনো দরকার হত না। সমালোচনার মধ্যেই ‘এ’ দলের সফর নিয়ে কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। তবে কোন ফরম্যাটে খেলা হবে তা এখনও নিশ্চিত হয়নি। তবে লঙ্গার ভার্সনে খেলা আয়োজনের চেষ্টা চলছে বলে জানান আকরাম খান।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘চার-পাঁচ মাস ধরে শ্রীলঙ্কায় ‘এ’ দলের একটি সফর আয়োজনের চেষ্টা করছিলাম। সম্প্রতি বিষয়টি নিশ্চিত হয়েছে। নভেম্বরে ওরা আমাদেরকে সময় দিয়েছে। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে তাহলে আমরা সেই সময়ে ‘এ’ দলের একটা সফর করব।’

এছাড়াও কিছুদিনের মধ্যেই শুরু হবে ছায়া দলের কার্যক্রম। ‘এ’ দলের কার্যক্রমের সাথে ছায়া দল ‘বাংলাদেশ টাইগার্স’ সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের পরিচালক আকরাম খান। তিনি বলেন, ‘না, ছায়া দলের সাথে কোনো কনফ্লিক্ট হবে না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

আবারও টেস্টে শীর্ষ ব্যাটসম্যান উইলিয়ামসন

আবারও টেস্টে শীর্ষ ব্যাটসম্যান উইলিয়ামসন

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের

জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের