জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ এএম, ০১ জুলাই ২০২১
জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের

দীর্ঘ ২১ ঘণ্টা ভ্রমণে শেষে নিরাপদে জিম্বাবুয়ে পোঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের বিমানে করে দোহা-জোহানেসবার্গ হয়ে জিম্বাবুয়ের হারারাতে পৌঁছায় মুশফিক-তামিমরা। একদিন বিশ্রাম কাটানোর পর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে  অনুশীলনে নেমে পড়বে টাইগাররা।

২৯ জুন (মঙ্গলবার) জিম্বাবুয়ের সময় রাত ৮টা ৪০ এবং বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটে স্বাগতিকদের দেশে পা রাখে বাংলাদেশ দল। ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এরপর সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ের রাজধানীতে অবতরণ করে ক্রিকেটাররা।

করোনাকালীন এই সময়ে সতর্কতা স্বরূপ জিম্বাবুয়ে পৌঁছার পর বিমানবন্দরেই দলের সকলের করোনা পরীক্ষা করানো হয়। দলের সাথে এখনও যোগ দেননি অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটার সাদমান ইসলাম। নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ দোহা থেকে দলের সাথে যুক্ত হন। আর ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে উঠেন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৭ জলাই। এরপর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা উপসর্গ নিয়ে প্রোটিয়া সাবেক ম্যানেজারের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে প্রোটিয়া সাবেক ম্যানেজারের মৃত্যু

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ে শুরু ইংল্যান্ডের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ে শুরু ইংল্যান্ডের

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা