বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন দুই বিদেশি কোচ, অ্যাশওয়েল প্রিন্স এবং রঙ্গনা হেরাথ। তবে এ বিষয়ে কোনো তথ্য জানতেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
কোচ নিয়োগ কিংবা দল ঘোষণা বিষয় দেখাশোনা করে ক্রিকেট অপারেশন্স বিভাগ। এ বিভাগের ভাইস চেয়্যারম্যান খালেদ মাহমুদ সুজন। তাকে না জানিয়েই কোচ নিয়োগ করা হয়েছে। বিষয়টি খোদ খালেদ মাহমুদ সুজনই জানিয়েছেন।
সোমাবার (২৮ জুন) সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি তো ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান। আমি আপনাদের (সাংবাদিক) কাছ থেকে জানতে পারলাম, এই দুজনকে নিয়োগ করা হয়েছে। কিন্তু আমাকে কেউ শেয়ার করেনি, হয়তো আমি বাবলে ছিলাম বলে। বাবলে অবশ্য ফোন ছিল, আমাকে জানানো হয়নি। হেরাথের (স্পিন বোলিং পরামর্শক) কথাটা বিসিবিকে আমিই বলেছি।’
গত শনিবার (২৬ জুন) লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিষয়টি জানা ছিল না বলে জানান সুজন।
ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকার পরও গুরুত্বপূর্ণ বিষয়ে না জানায় নিজের কাজ নিয়েই সন্দিহান খালেদ মাহমুদ সুজন। বলেন, ‘আমি এখনও অপারশেন্সের ভাইস চেয়্যারম্যান আছি কি-না এটাই নিশ্চিত নই। নামেই আছি কিন্তু আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না। মাঝে দুই বছর ই-মেইলও পাইনি। এখন মাঝে মাঝে পাই।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]