স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ এএম, ২৯ জুন ২০২১
স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। প্রথমে দেশটির ‘এ’ দলের ব্যাটিং এবং পরে খণ্ডকালীন হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা অ্যাশওয়েল প্রিন্সকে বাংলাদেশ আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়েছে। স্বল্প সময়ের এ চুক্তিতে অমূল পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে অ্যাশওয়েল জানিয়েছেন, এই স্বল্প প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে সাহায্য করাই হবে তার মূল কাজ।

আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাশওয়েল বলেন, 'হ্যা, এটা স্বল্প সময়ের চুক্তি। খুব অল্প সময়ই রয়েছে হাতে। এই সময়ের মধ্যে একজন ব্যাটারের মাঝে পরিবর্তন আনা সম্ভব নয়। আমার দায়িত্ব ডোমিঙ্গোকে যতটুকু সম্ভব সাহায্য করা যাতে খেলোয়াড়েরা ম্যাচের আগে তাদের সেরা প্রস্তুতিটা নিতে পারে।'

দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন এই কোচ মনে করেন, ব্যাটারদের জন্য এটা দারুণ সুযোগ বাইরের কন্ডিশনে ভালো কিছু করে দেখানোর জন্য। প্রফেশনাল ব্যাটাররা দেশে এবং দেশের বাইরেও পারফর্ম করে বলে জানান তিনি।

অ্যাশওয়েল বলেন, 'আন্তর্জাতিক ব্যাটাররা অসাধারণ দক্ষতার হয়ে থাকে, সে কোন দেশের এটা কোন বিষয় না। নিজেকে আন্তর্জাতিক ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন দেশের বিভিন্ন কন্ডিশনে ভালো করতে হবে।'

দীর্ঘদিন পর জিম্বাবুয়েতে বাংলাদেশ দল যাচ্ছে। সেখানকার কন্ডিশন বাংলাদেশ দলকে তেমন সমস্যায় ফেলবে না বলে আশাবাদী কোচ। তিনি মনে করেন জুন-জুলাইয়ে সেখানকার আবহাওয়া অনেকটা এশিয়ার দেশগুলোর মতোই থাকে। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, 'জুলাইয়ে জিম্বাবুয়ের আবহাওয়া অনেকটা দক্ষিণ আফ্রিকার জুলাইয়ের আবহাওয়ার মতো ই।'

তিনি আরও যোগ করেন, 'সেখানে এই সময় (জুলাইয়ে) তাপমাত্রাও কিছুটা কম থাকে। সামারের চেয়ে আমি কিছুটা শুষ্ক আবহাওয়ারই আশা করছি। অনেকটা এশীয় অঞ্চলের মতোই তখন আবহাওয়া থাকবে।'

বাংলাদেশ দলের দায়িত্ব কেনো নিলেন এমন প্রশ্নের জবাবে অ্যাশওয়েল বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করার সুযোগ সব সময় আসে না। এবং সুযোগটাও এসেছে একদম যথা সময়ে। দক্ষিণ আফ্রিকাতে এই সময়ে কোন খেলা নেই।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান

ক্রিকেটে আরও এক নতুন ফরম্যাট

ক্রিকেটে আরও এক নতুন ফরম্যাট