পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বড় প্রাপ্তি শাহনেওয়াজ দাহানি। মুলতান সুলতানের এই ডানহাতি বোলার পুরো আসর জুড়েই ছিলেন দুর্দান্ত। ১১ ম্যাচে ২০ উইকেট নেওয়া তরুণ এই পেসার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। নতুন এ প্রতিভাকে নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানে শুরু হযেছে আলোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার মাহমুদের মতে, দাহানি এই প্রজন্মের শোয়েব আখতার।
সদ্য শেষ হওয়া পিএসএলে সুলতান মুলতানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহার। খুব কাছ থেকে দেখেছেন দাহানিকে। আজহার মনে করেন, চাপের সময়ও মাথা ঠান্ডা রাখার দারুণ ক্ষমতা রয়েছে এই পেসারের।
আজহার মাহমুদ বলেন, 'দাহানি সব সময় হাসিখুশি থাকে। পুরো দলকে সে উজ্জীবিত করে রাখে। মনে হচ্ছে আমরা নতুন এক শোয়েব আখতারকে পেয়েছি। তার পথচলা মাত্র শুরু।'
তরুণ এই পেসারকে নিয়ে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি। আজহার মনে করেন, কিছু বিষয়ে দাহানি আরও দক্ষ হয়ে উঠতে পারলে সে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।
তিনি বলেন, 'আমরা তার আউট সুইংগার এবং ইন সুইংগার নিয়ে আরও কাজ করব। পাকিস্তানের বোলিং কোচ হিসেবে তার আরও কি কি করতে হবে তা নিয়ে আমি লিখব।'
এদিকে, শাহনেওয়াজ দাহানি ধন্যবাদ জানান টিম ম্যানেজমেন্টকে। তার উপর পূর্ণ আস্থা রাখার জন্যই তিনি এমন পারফরম্যান্স উপহার দিতে পেরেছেন বলে মনে করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]