ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। তবে ঢাকা প্রিমিয়ার লিগে ছিল বেশ কিছু বিতর্ক। বিশেষ করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া দল আবাহনীকে ঘিরে বেশি বিতর্ক ছিল। যার ফলে শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে মুখ খুলতে হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হতে আবাহনীকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। এমন না যে অটো জিতে গেছে।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘খেলাগুলো দেখুন, ছোট-বড় বলে কোনো কথা নেই। কে জিতবে এটা বোঝার কোন পথ ছিল না। কাগজে-কলমে আবাহনী প্রায় জাতীয় দল ছিল। লিটন, নাঈম, আফিফ, মুশফিক, সাইফউদ্দিন, মোসাদ্দেক- ওরা তো জাতীয় দলের খেলোয়াড় এবং টি-টোয়েন্টি দলেই খেলে। তারপরও আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এমন না যে অটো জিতে গেছে।’
শনিবার (২৬ জুন) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের হ্যাটট্রিক শিরোপা জয় করে আবাহনী। খেলা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নাজমুল হাসান পাপান।
তিনি বলেন, ‘আমরা মনে করলেও আসলে কোনো দল ছোট না। খেলাঘরের কাছেও আবাহনী হেরেছে। প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর খুব ভালো দল। সবচেয়ে ভালো বোলিং ছিল প্রাইম ব্যাংকের। মোস্তাফিজ, শরিফুল, রুবেলের মতো বোলাররা ছিল।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘কয়েকটা দল সংগ্রাম করেছে, যেহেতু জাতীয় দলের কিছু তারকা খেলোয়াড় খেলেনি। এ জন্য অনেক দল একটু দুর্বল হয়ে গেছে। ওরা খেললে কী হতো চিন্তা করে দেখুন। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য।’
করোনার কারণে মাঠে দর্শক অনুমতি দেওয়া না হলেও এবার ডিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি দেখানো হয়েছে। লিগের ম্যাচগুলো স্যোশাল মিডিয়ায় এবং সুপার লিগের খেলাগুলো দেশের দুটি টেলিভিশনে দেখানো হয়। ফলে দর্শকরা মাঠে প্রবেশ করতে না পারলেও ঘরে বসে ডিপিএলেরে খেলা দেখতে পেরেছে।
পাপন বলেন, ‘অনেকেই সন্দিহান ছিল দর্শকপ্রিয়তা নিয়ে। শেষ পর্যন্ত দুটি চ্যানেল দেখিয়েছে, ওদের ধন্যবাদ জানাই। আজ ওরা জানালো, অভূতপূর্ব সাড়া পেয়েছে। এতো মানুষ খেলা দেখেছে, ওরা আশ্চর্য হয়েছে। এটা ডিপিএলের দ্বিতীয় অর্জন। তৃতীয়ত, এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর নামে করা হয়েছে, কাজেই বাড়তি চ্যালেঞ্জ ও সৌন্দর্য ছিল।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]