ডোমিঙ্গোর চাওয়াতে ব্যাটিং কোচের দায়িত্বে প্রিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২৭ জুন ২০২১
ডোমিঙ্গোর চাওয়াতে ব্যাটিং কোচের দায়িত্বে প্রিন্স

জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই সাকিব-তামিমরা পেল তাদের ব্যাটিং এবং স্পিন বোলিং গুরু। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স এবং স্পিন বোলিং কোচ হয়েছেন লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই জনকেই সংক্ষিপ্ত সময়ের জন্যই নিয়োগ দিয়েছে। তাদের পারফর্মেন্সের উপর ভিত্তিতেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা হবে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান।

শুধুমাত্র জিম্বাবুয়ে সফরে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশওয়েল প্রিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন রঙ্গনা হেরাথ। দুইজনেরই ভবিষ্যত নির্ভর করছে তাদের পারফর্মেন্সের উপর। প্রাথমিক চুক্তির সময়কালীন পারফর্মেন্সের উপর।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ কোচিংয়ে ক্যারিয়ার গড়েছেন অ্যাশওয়েল প্রিন্স। হেরাথ এবং প্রিন্স দুইজনই লেভেল ৩ কোর্স করা কোচ। প্রিন্স এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকা এ দলের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। অপর দিকে রঙ্গনা হেরাথের কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞতার ভান্ডার শূন্য।

আরও পড়ুন> বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

অ্যাশওয়েল প্রিন্স সাবেক ব্যাটিং কোচ জন লুইসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত হচ্ছেন স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ।

মূলত বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর পরামর্শের ব্যাটিং কোচ হিসেবে প্রিন্সকে বেঁছে নেওয়া হয়েছে। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, দক্ষিণ আফ্রিকান। খেলোয়াড় হিসেবে তার রেপুটেশন অনেক ভালো। একই সঙ্গে কোচের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা ওকে নিয়েছি। কোচ (রাসেল ডোমিঙ্গো) ওকে খুব হাইলি র‍্যাঙ্ক করেছে। ওকে আমরা এই সিরিজটার জন্য নিয়েছি। তারপর আমরা দেখে ভবিষ্যতের কথা চিন্তা করব।’

গুঞ্জন ছিল বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আসতে পারেন টাইগারদের সাবেক গুরু জেমি সিডন্স। তবে তাকে উপেক্ষা করেই অ্যাশওয়েল প্রিন্সকে কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম বলেন, ‘অনেকেই ছিল। আরও তিন-চার জনের নাম ছিল। আমরা চেষ্টা করেছিলাম। যারা দলে আছে তাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

রঙ্গনা হেরাথে বিষয়ে আকরাম বলেন, ‘ওকে যদি পছন্দ করে খেলোয়াড়রা, সঙ্গে ও যদি ভালো করে তাহলে হয়তো আমরা চিন্তা-ভাবনা করব, বিশ্বকাপের পরে। তবে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওকে আমরা চুক্তিতে নিয়ে এসেছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

ইনজুরির কবলে ইংলিশ তারকা বাটলার

ইনজুরির কবলে ইংলিশ তারকা বাটলার