বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। একই সাথে সাকিব-তাইজুলদের স্পিন বোলিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। সংবাদ মাধম্যকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচ ও ‘এ’ দলের খণ্ডকালীন হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা অ্যাশওয়েল প্রিন্সকে আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্য নেয়া হয়েছে।
গত বছরের আগস্টে ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়া নেইল ম্যাকেঞ্জির বদলি হিসেবে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। তবে পারিবারিক কারণে ম্যাকমিলান সরে দাঁড়ালে তামিম-রিয়াদদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন লুইস।
কিন্তু পারিবারিক কারণে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার আগেই চাকরি ছেড়েছিলেন কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। এরপর চলতি বছরের জানুয়ারিতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দায়িত্ব নিয়েছিলেন লুইস।
এছাড়া শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে। জিম্বাবুয়েতে দলের সাথে সরাসরি যোগ দিবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]