বাংলাদেশের কাছে মিথ্যে কথা বলে পদত্যাগ করেছেন টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। পদত্যাগপত্রে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করা হলেও আসলে তা সত্য নয়। বাংলাদেশ থেকে পদত্যাগ করার একদিন পরেই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের একাডেমির ডিরেক্টর পদে যোগ দিয়েছেন রিচার্ড হ্যালসল।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সহকারী কোচ রিচার্ড হ্যালসলের পদত্যাগ করেছেন গত মঙ্গলবার। নিদাহাস ট্রফি চলাকালে হ্যালসল ছুটিতে ছিলেন। যার কারণে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়
ছুটিতে যাবার সময় বাবার অসুস্থতার কথা বলেছিলেন তিনি। বাবার পাশে থাকার জন্য ছুটিও নেন। এরপর পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে পদতাগ করেন। কিন্তু তিনি বাবার অসুস্থতার জন্য নয় বরং নতুন কাজের খোঁজেই ছুটিতে ছিলেন এবং সর্বশেষ নতুন কর্মস্থরও খুঁজে নিলেন।
রিচার্ড হ্যালসলের নতুন ঠিকানা এখন সাসেক্স। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্লাবটির ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যালসল। ২০১৪ সালে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতেন।
এদিকে হাথুরুহিংহের পর রিচার্ড হ্যালসলের পদত্যাগের পর নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন হলো নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাবে হাথুরু চলে যাওয়ার পর তার সহকারী রিচার্ড হ্যালসলস কেনই বা মিথ্যার আশ্রয় নিলেন। তিনি যদি সত্যিই অন্য কোথাও কোচের দায়িত্বেই থাকেন তাহলে কেন বাংলাদেশ ছাড়লেন?
তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।