বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের হয়ে দারুণ পারফর্মও করেন কাইল জেমিসন। মাত্র আট ম্যাচে ৪৬ উইকেট নেয়া কাইল জেমিসনে মুগ্ধ ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার।
ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুই ইনিংসেই বল হাতে সফল ছিলো জেমিসন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পাশাপাশি কোহলি, পূজারার মতো বিশ্বমানের ব্যাটারকেও করেছেন পরাস্ত। জেমিসনের এমন পারফরম্যান্সে শচীন মনে করেন, অদূর ভবিষ্যতে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার হবেন তিনি।
সাউদি, ওয়েগনার কিংবা বোল্টের চেয়ে জেমিসন ব্যতিক্রমী বোলার বলে উল্লেখ করে শচীন বলেন, 'নিঃসন্দেহে সে বর্তমান সময়ের বাকিদের চেয়ে আলাদা। অন্য বোলাররা যেখানে স্লিপের দিকে বল টার্ন করায় সেখানে জেমিসন ব্যতিক্রম। আমি তার ধারাবাহিকতা পছন করি এবং সে কখনো ছন্দ থেকে বের হয়না।'
জেমিসনের বল দেখেই যে শচীন মুগ্ধ তা নয়। জেমিসনের ব্যাটিং দক্ষতাও মুগ্ধ করেছে লিটল মাস্টারকে। সময়ের সাথে সাথে নিজেকে আরও দক্ষ করে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরবে জেমিসন এমনটাই প্রত্যাশা শচীনের।
তিনি বলেন, 'বোলার হিসেবে জেমিসন অসাধারণ। সে ভবিষ্যতে অন্যতম বিশ্বসেরা বোলার হবে। নিউজিল্যান্ডে যখন গত বছর তার খেলা দেখি সে ব্যাট এবং বল হাতে আমাকে মুগ্ধ করেছে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]