মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৫ জুন ২০২১
মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগের পাঁচ আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি মুলতান সুলতানস। প্রথমবারে মত ফাইনালে উঠেই বাজিমাত করলো দলট। বৃহস্পতিবার (২৪ জুন) টুর্নামেন্টের ফাইনালে পেশওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়েছে মুলতান সুলতানস।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘবিরতি দিয়ে পিএসএলের স্থগিতকৃত অংশ মাঠে গড়ায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে মুলতান সুলতানস। উদ্বোধনী জুটিতে ভালোই শুরু করে মুলতানের দুই ওপেনার শান মাসুদ এবং মোহাম্মদ রেজওয়ান। দুইজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৮ রান।

দুই ওপেনারের বিদায়ের পর রাইলি রুশো এবং শোয়েব মাকসুদ মিলে গড়ে তোলেন ৯৮ রানের জুটি। ৫০ রান করে রাইলি রুশো আউট হলেও শোয়েব মাকসুদের ঝড় থামেনি। তার ৬৫ রানে ভর করেই ২০৬ রানের বিশাল সংগ্রহ দাড়া করায় মুলতান সুলতান্স।

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান হয়রতউল্লাহ জাজাই এবং জোনাথন ওয়েলস। এরপর দ্রুতই কামরান আকমল ফিরে গেলে কিছুটা খেই হারিয়ে বসে পেশওয়ার জালমি। চতুর্থ উইকেট জুটিতে শোয়েব মালিক এবং রভম্যান পাওয়েলের ব্যাটে ঘুরে দাড়ানো চেষ্টা করে। তবে ১২৪ রানের মাথায় এ জুটি ভাঙলে পেশওয়ারের সামনে জয় পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে উঠে।

ম্যাচের ১৭তম ওভারে ইমরান তাহির তিন উইকেট তুলে নিয়ে ভেঙে দেন পেশওয়ারের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে পেশওয়ারের ইনিংস। এর ফলে ৪৭ রানে ম্যাচ জিতে প্রথমবারে মত শিরোপা ঘরে তোলে মুলতান সুলতানস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

‘চোকার্স’ মুক্ত হলো নিউজিল্যান্ড

‘চোকার্স’ মুক্ত হলো নিউজিল্যান্ড

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা