অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ জুন ২০২১
অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

পাকিস্তান ক্রিকেট দলে ব্যাটিং কোচে দায়িত্ব ছাড়ার তিনদিনের মাথায় মুখ খুললেন সাবেক কোচ ইউনিস খান। মঙ্গলবার (২২ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছেড়েছেন ইউনিস খান। তবে এবার উল্টো অসহযোগিতার অভিযোগ তুলেছেনইউনিস খান।

২০২০ সালের নভেম্বরে ইউনিস খানকে দুই বছরের চুক্তিতে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তি অনুযায়ী, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ছিল তার। তবে সেই সময়ের আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং বিষয়টি নিয়ে শুরু হয়েছে বেশ সমালোচনা।

পূর্ণ দায়িত্ব পালন না করে দায়িত্ব ছাড়ার পর এক অনুষ্ঠানে কথা বলেন ইউনিস খান। তিনি জানান, ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই তাকে কোচ করতে চেয়েছিল বোর্ড। এরপর বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা করেই দায়িত্ব নিয়েছিলেন তিনি।

ইউনিস খান বলেন, ‘২০১৭ সালে যখন লর্ডস থেকে ফিরি তখনই বোর্ড সভাপতি আমাকে দায়িত্ব নিতে বলছিল। আমি তিন বছর পরে দায়িত্ব নিয়েছি। তবে ৬-৭ মাস পরেই সরে যেতে হচ্ছে। আমি পিসিবির সাথে কাজ করতে চেয়েছিলাম। তবে কেউ আমার সাথে কাজ না করলে আমার কিছু করার নাই।’

পাকিস্তানের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান ইউনিস খান। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৮ টেস্টে ৫২ গড়ে করেছেন ১০০৯৯ রান। টেস্ট ক্রিকেটের দশ হাজারি ক্লাবে একমাত্র ব্যাটসম্যানও তিনি।

এর আগে ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও বোর্ডের কাছ থেকে ‘সম্মান’ না পাওয়ার অভিযোগ তুলে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। পাকিস্তানের তারকা ক্রিকেটার সে সময় নিঅবসর নিয়ে বলেন, ‘আমাকে কোনোরকম সম্মান করা হতো না। সেই জন্যই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা রয়েছেন তারা নিজেদের কাজ করেছেন। তাদের কিছু দায়িত্ব আছে, সিদ্ধান্ত নিতে হয়, আমার কাছে আমার ক্যারিয়ার ছিল। কিন্তু পারলাম না সেটা এগিয়ে নিয়ে যেতে। তবে এখন আমি আনন্দে আছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

চূড়ান্ত হলো লা লিগার দেশে ক্রিকেট

চূড়ান্ত হলো লা লিগার দেশে ক্রিকেট

‘চোকার্স’ মুক্ত হলো নিউজিল্যান্ড

‘চোকার্স’ মুক্ত হলো নিউজিল্যান্ড

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও