আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ২৫ জুন ২০২১
আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স ভালোই যাচ্ছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাবর আজমের দল। তবে তাতে খুশি নন দেশটির সাবেক ওপেনার রমিজ রাজা। আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলে উন্নতি করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। একই সাথে তিনি জানান, পাকিস্তানকে হারানোর সামর্থ্য রয়েছে আফগানদের।

আফগানিস্তানের দের মধ্যে হযরতউল্লাহ জাজাই ও রশিদ খানের কথা উল্লেখ করে রমিজ রাজা জানান, এই দুইজন ভালো পারফর্ম করলে পাকিস্তানকে বেগ পেতে হবে। তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে আফগানিস্তানের কাছে পাকিস্তান আটকা পড়লে আমি অবাক হব না। তাদের যেমন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, তেমনি দুর্দান্ত স্পিনারও রয়েছে।'

রমিজ রাজা আরও বলেন, 'আফগানিস্তানের নাজিব, রশিদ ভালো খেলোয়াড়। জাজাই যদি ব্যাটিংয়ে তার খেলাটা খেলে আর মাঝে জাদরান রান পেলে আফগানদের হারানো কঠিন হয়ে দাঁড়াবে।'

প্রতিবেশী হওয়া সত্ত্বেও এখনও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা হয়নি পাকিস্তানের। দীর্ঘ অপেক্ষার পর বাবর আজমদের বিপক্ষে খেলবেন রশিদ-মুজিবরা। তবে টি-টোয়েন্টি নয়, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা হবে দুই প্রতিবেশীর। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!

২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ