ক্রিকেটের তিনটি বৈশ্বিক আসর আয়োজনের জন্য বিড করবে ক্রিকেট শ্রীলঙ্কা। মঙ্গলবার (২২ জুন) এ বিষয়ে ঘোষণা দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে কোন কোনো আসরের জন্য বিড করবে তা এখনও নিশ্চিত করেনি লঙ্কান বোর্ড।
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভবিষ্যত ট্যুর প্লান (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। এ আট বছরের এফটিপি অনুযায়ী প্রতি বছরই অনুষ্ঠিত হবে কোনো না কোনো বৈশ্বিক আসর। এছাড়াও এখন থেকে বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্ধারণের ঘোষণা দিয়েছে আইসিসি।
এর আগে আইসিসির বিভিন্ন ইভেন্টের জন্য আয়োজক বেঁছে নিতো আইসিসি। তবে এখন থেকে আইসিসির যেকোনো সদস্য দেশ সরাসরি বিডিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এ নিয়মের সুযোগ নিয়েই তিনটি বৈশ্বিক আসরের জন্য বিড করতে চায় শ্রীলঙ্কা।
আরও পড়ুন> আরও দুই বিশ্বকাপের আয়োজক হতে চায় ভারত
চলতি বছরের সেপ্টেম্বর থেকে আইসিসির বৈশ্বিক আসরের বিডিং প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে এ বিডিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা।
২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে দুইটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুইবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। প্রত্যেক টুর্নামেন্টের একবার করে আয়োজক হতে চায় শ্রীলঙ্কা। তবে নির্ধারিত করে জানায়নি কোন ইভেন্টের জন্য বিড করবে তারা। এছাড়া শ্রীলঙ্কার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এক বা একাধিক আইসিসি সদস্যভুক্ত দেশের সাথেও একাধিক আসর আয়োজন করতে ইচ্ছুক তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]