ফুটবল মাঠে প্রায় সময়ই দেখা যায় ১০ জন নিয়ে খেলছে কোনো দল। তবে ক্রিকেট মাঠে কখনও এ দৃশ্য দেখা যায় না। পাড়ার ক্রিকেটকে ছাড়িয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটে দেখা গেল ১০ জনের ক্রিকেট দল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশওয়ার জালমি। এ ম্যাচে পেশওয়ারের পেসার মোহাম্মদ ইরফান ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে অতিরিক্ত ক্রিকেটার মাঠে নামার অনুমতি দেননি আম্পায়াররা।
মঙ্গলবার (২২ জুন) রাতে পিএসএলের ম্যাচে পেসার মোহাম্মদ ইরফান ইনজুরিতে পড়লে পেশওয়ার জালমির কোনো ক্রিকেটারকে মাঠে নামার অনুমতি দেয়নি আম্পায়ার। এর ফলে তিন ওভার ১০ জনের দল নিয়ে মাঠে ফিল্ডিং করেন পেশওয়ার।
ইনিংসের ১১তম ওভারে ইনজুরির শিকার হন ইরফান। প্রথম বলের সময়ই ইনজুরিতে পড়েন তিনি। এ সময় ইনজুরি নিয়েই ১১তম ওভার শেষ করেন। ওভার শেষে মাঠ থেকে উঠে যান ইরফান। তার পরিবর্তে মাঠে নামেন ফিল্ডার হায়দার আলি। তবে ১২তম ওভার শেষেই হায়দার আলিকে মাঠ থেকে উঠে যাবার নির্দেশ দেন আম্পায়ার আলিম দার। কারণ হিসেবে জানানো হয় হায়দার আলির কারণে খেলায় দেরি হচ্ছিলো।
হায়দার মাঠে ফিল্ডিং করার সময় সীমানার বাইরে মোহাম্মদ ইরফানের চিকিৎসা চলছিল। তবে এরপরেও মাঠে অতিরিক্ত ফিল্ডার নামানোর অনুমতি দেননি আম্পায়ার।
১৩তম ওভার থেকে ১৫তম ওভার পর্যন্ত ১০ জন ফিল্ডার নিয়েই মাঠে ফিল্ডিং করে পেশওয়ার জালমি। আম্পায়ার আলিম দার ইরফানের ইনজুরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এ কারণেই মাঠে ফিল্ডার নামানোর অনুমতি দেননি। ১৬তম ওভারে হায়দার আলির পরিবর্তে খালিদ ওসমানকে মাঠে নামানোর অনুমতি চাইলে অতিরিক্ত ফিল্ডার নামানোর অনুমতি দেন আম্পায়ার আলিম দার।
মাঠে এ ঘটনার পরও ম্যাচ জিতেছে পেশওয়ার জালমি। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই দুই উইকেটের জয় পায় পেশওয়ার জালমি। এ ম্যাচে জিতে ফাইনালে মুলতান সুলতান্সের প্রতিপক্ষ হলো পেশওয়ার জালমি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]