করোনাভাইরাস মহামারির কারণে স্পেনে বসতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমবারে মত কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে রামোস, ইনিয়েস্তা, জাভি, পুয়েলদের স্পেন। লা লিগার দেশে ক্রিকেট নিয়ে বেশ উল্লাসিত ক্রিকেট বিশ্ব।
ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার (২১ জুন) স্পেনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। স্পেনে আয়োজিত হবে তিনটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট।
বিশ্বকাপ সুপার লিগ- ২ এর অন্তর্ভূক্ত স্কটল্যান্ড, নামিবিয়া এবং নেপালের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ছয় ম্যাচ আয়োজিত হবে। এ টুর্নামেন্টটি স্পেনের শহর আলমেরিয়ায় আয়োজিত হবে। আর ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে ডেজার্ট স্প্রিং গ্রাউন্ড। টুর্নামেন্টটি আয়োজিত হবে চলতি বছরে ২০ জুলাই থেকে ৩০ জুলাই।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পুরুষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান অংশের বাছাই পর্বও অনুষ্ঠিত হবে স্পেনের শহর লা মাঙ্গায়। এ দুইটি টুর্নামেন্টও চলতি বছরেই আয়োজিত হবে।
যুক্তরাজ্যের কোয়ারেন্টাইন ইস্যুর সমস্যা জনিত কারণে স্কটল্যান্ডে এ তিনটি আসর সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে কোয়ারেন্টাইনের কঠোর বিধি নিষেধ না থাকায় এ আসরগুলো আয়োজক হিসেবে স্পেনকে বেঁছে নেওয়া হয়েছে।
এ তিনটি আসর আয়োজনের দায়িত্ব পাওয়ায় বেশ উৎফুল্ল স্পেন ক্রিকেট বোর্ড। স্প্যানিশ ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা জন হাওডেন জানান, আইসিসির তিনটি আসর আয়োজন করতে পেরে বেশ উৎফুল্ল তারা। আয়োজনগুলো সফলভাবে আয়োজন করতে পারবেন বলে আশা করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]