তামিম ইকবালের পর এবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ থেকে ছিটকে গেলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে ১ রানে জয় পাওয়া ম্যাচে হাতে চোট পান মুশফিক। আর তাতেই বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না এই উইকেট-কিপার ব্যাটারের।
মুশফিকের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে আবাহনীও। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে কোন সংশয় নেই বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে।
মুশফিকের ইনজুরির ব্যাপারে দলটির ফিজিও জানান, মুশফিকের চোট গুরুতর নয়। আশা করছি ৭ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে কোন সংশয় নেই তার।
এর আগে ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিম ইকবালও সরে দাঁড়ান ডিপিএল থেকে। প্রাইম ব্যাংকের হয়ে অবশিষ্ট ম্যাচগুলোতে খেলছেন না তিনি। তবে মুশফিকের মতো তিনিও জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]