ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৩ জুন ২০২১
ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন সাবেক ক্রিকেটার ইউনিস খান। গত বছরের নভেম্বরে দুই বছরের চুক্তি করেছিলেন তিনি, যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। তবে, এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইউনুস সমঝোতায় এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসের দায়িত্ব ছাড়ার ব্যাপারটি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ' ইউনিসের মতো অভিজ্ঞ একজনকে হারানো সত্যিই খারাপ। আমরা নিজেদের মধ্যে একাধিকবার আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছায়।'

ইউনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াসিম খান আশা করেন, ভবিষ্যতে পাকিস্তান দল এবং তরুণ ক্রিকেটারদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করবেন ইউনিস খান।

তিনি বলেন, 'দলের ব্যাটিং কোচ হিসেবে অল্প সময়ে ইউনিসের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায়। আশা করি ভবিষ্যতেও সে পাকিস্তান ক্রিকেটের পাশে থাকবে।'

ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পিছনে মূল কারণ কি, এ ব্যাপারে পিসিবি এবং ইউনিস খান কেউই আর কোন মন্তব্য করবে না বলে জানিয়ে দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কৃষক কন্যা থেকে স্নেহা রানা হয়ে উঠার গল্প

কৃষক কন্যা থেকে স্নেহা রানা হয়ে উঠার গল্প

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান