টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ২২ জুন ২০২১
টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর নিয়ে সকল শঙ্কা কেটে গেছে। করোনাভাইরাসের কারণে দেশটি লকডাউন ঘোষণা করলেও বাংলাদেশ ক্রিকেট দলের সফর নিয়ে শঙ্কা নেই। নতুন করে আর কোন সমস্যা না হলে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জিম্বাবুয়ের উদ্দেশে ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন তামিম-মুশফিকরা।

জিম্বাবুয়ে সফরে ক্রিকেটে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট এবং তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

করোনার কারণে জিম্বাবুয়ে লকডাউন থাকলেও বাংলাদেশ ক্রিকেট দলের সফর নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সোমবার (২১ জুন) তিনি বলেন, জিম্বাবুয়ের সফর নিয়ে কোন শঙ্কা নেই।

তিনি বলেন, ‌‌‌‘জিম্বাবুয়ে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৮ কিংবা ২৯ জুন দল (বাংলাদেশ) যাবে। ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচিও আগের মতোই রয়েছে।’

সূচি অনুযায়ী দুই দেশের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হবে ৭ জুলাই (বুধবার)। তার আগে ৩ ও ৪ জুলাই দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

টেস্ট ম্যাচ শেষে ১৬, ১৮ ও ২০ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। টেস্ট ম্যাচটি বুলাওয়েতে অনুষ্ঠিত হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে হারারেতে।

এদিকে, সূচি অনুযায়ী চলমান ডিপিএলের খেলা শেষ হবে ২৬ জুন (শনিবার)। সেক্ষেত্রে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে খুব বেশি সময় পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। হোটেলে বায়ো-বাবলের মধ্য থেকে ডিপিএল খেলার পর জিম্বাবুয়ে যেতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটাদের বেতন বাড়াচ্ছে বিসিবি

ক্রিকেটাদের বেতন বাড়াচ্ছে বিসিবি

‘বাংলাদেশ টাইগারস’ নামে ছায়া দল কী এবং কেন প্রয়োজন?

‘বাংলাদেশ টাইগারস’ নামে ছায়া দল কী এবং কেন প্রয়োজন?

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ