পরিত্যক্ত হলো চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২২ জুন ২০২১
পরিত্যক্ত হলো চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন

বৃষ্টি যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পিছুই ছাড়ছে না। প্রথমদিনের পর এবার পরিত্যক্ত হলো ম্যাচের চতুর্থ দিন। প্রথমদিনের মত চতুর্থ দিনেও মাঠে গড়ায়নি কোনো বল।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমদিন থেকেই সাউথহ্যাম্পটনে ছিল বৃষ্টির সম্ভাবনা। বর্ষাকালে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় অতিরিক্ত একদিন রিজার্ভ রাখা হয়েছে। তবে বৃষ্টির কারণে দুই দিন ভেসে যাওয়ায় রিজার্ভ ডেতেও খেলা শতভাগ শেষ করা যাবে না। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারনে পূর্ণ সময় খেলা মাঠে গড়ায়নি।

ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় ভারত। বিপরীতে ৪৯ ওভার ব্যাটিং করে ১০১ রান করেছে নিউজিল্যান্ড। এখনও কিউইরা ১১৬ রানে পিছিয়ে আছে।

ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামান কিউই সেনসেশন কাইল জেমিসন। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন অজিঙ্কা রাহানে। আর জেমিসন ৩১ রানে শিকার করেন ৫ উইকেট।

ম্যাচের ফলাফল পেতে আরও তিন ইনিংসে খেলতে হবে দুই দলকে। হাতে সময় আছে আর দুইদিন। দুই দিনে তিন ইনিংস শেষ করে ফলাফল আনা সম্ভব না হলে যুগ্মভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেই সম্ভাবনার দিকেই যাচ্ছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আলোকস্বল্পতা নিয়ে বিরক্ত মাঞ্জরেকার

আলোকস্বল্পতা নিয়ে বিরক্ত মাঞ্জরেকার

আম্পায়ারের সিদ্ধান্তে চটলেন কোহলি

আম্পায়ারের সিদ্ধান্তে চটলেন কোহলি

বৃষ্টির বাগড়ায় চ্যাম্পিয়নশিপের লড়াই

বৃষ্টির বাগড়ায় চ্যাম্পিয়নশিপের লড়াই

দুই দলের পেসারদের লড়াই দেখার অপেক্ষায় চ্যাপেল

দুই দলের পেসারদের লড়াই দেখার অপেক্ষায় চ্যাপেল