দলের বিপদের সময় হাল ধরেছিলেন নুরুল হাসান সোহান। তবে তার নিজের দোষেই ঘটেছে ইনিংসের অপমৃত্যু ঘটেছে। অবস্ট্র্যাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সোহান।
দিন কয়েক আগেও টি-টোয়েন্টি ইতিহাসে অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ড আউটের শিকার হয়ে কোনো বাংলাদেশি ক্রিকেটারের প্যাভিলিয়নে ফেরার রেকর্ড ছিল না। তবে এবার সোহানকে দিয়ে এ তালিকায় বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো দুইজনে। প্রথমজন ইয়াসিন আরাফাত মিশু।
সোমবার (২১ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বেরর বিপক্ষে ম্যাচে অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার হন নুরুল হাসান সোহান। শেখ জামাল অধিনায়ক সোহান দলের বিপদে হাল ধরেছিলেন। তবে ইনিংসের ১৯তম ওভারে কামরুল ইসলাম রাব্বির করা বলে বোলারকে ফিল্ডিংয়ে বাধা দেন সোহান। আর এতেই বিপত্তি ঘটে, প্রাইম দোলেশ্বেরর আবেদনের পরিপ্রেক্ষিতে সোহানকে আউট ঘোষণা করা হয়।
রাব্বির বলে পুল করার চেষ্টা করেন এনামুল হক। তবে তা ব্যর্থ হলেও এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন সোহান এবং এনামুল হক। তবে রান নিতে যাওয়ার সময় নিজের গতিপথ পরিবর্তন করে পা দিয়ে বল থামিয়ে দেন। এ কারণে ফিল্ডিং করতে যাওয়া বোলার রাব্বি বল ধরতে পারেননি।
এ ঘটনার সাথে সাথেই আবেদন জানায় প্রাইম দোলেশ্বর। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে ভিত্তি করে শেষ পর্যন্ত আউট ঘোষণা করেন আম্পায়ার।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বৃহস্পতিবার ( ১৭ জুন) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার হন ইয়াসিন আরাফাত মিশু।
সোমবারের ঘটনার আগে সর্বশেষ অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার করেছিলেন ১৫ জন ব্যাটসম্যান। ১৬তম ব্যাটসম্যান হিসেবে এ লজ্জার রেকর্ডে নাম লেখান নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি ক্রিকেটে অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার হওয়া প্রথম ব্যাটসম্যান পাকিস্তানি ক্রিকেটার আহমেদ হায়াত।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ১১ জন ব্যাটসম্যান অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার হয়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস]