ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী। সোমবার (২১ জুন) দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র ১ উইকেটে জয় পেয়েছে তারা। আসরে মোহামেডানের বিপক্ষে উত্তেজনা ছড়ানোর পর গাজী গ্রুপের বিপক্ষে আবাহনীর এই ম্যাচেই ছড়িয়েছে বেশ উত্তাপ।
টস হেরে প্রথমে ব্যাট করে আবাহনী বোলারদের বোলিং তোপে পুরো ২০ ওভার খেলতে পারেনি গাজী গ্রুপের ব্যাটাররা। ১৯ দশমিক ১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৩০ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন গাজী গ্রুপ।
তুলনামূলক কম রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনীও বিপদে পড়ে। শেষ দিকে আম্পায়ারের সিদ্ধান্তে উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত খেলতে হয়েছে তাদের। ম্যাচের ১ বল বাকি থাকতে ১ উইকেটে জয় পায় মুশফিকুর রহীমের আবাহনী। সুপার লিগে আবাহনীর এটি টানা দ্বিতীয় জয়। এর আগে রোববার (২০ জুন) চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিয়েছে তারা।
ম্যাচের উত্তেজনা ছড়ায় আবাহনীর ব্যাটিংয়ের ১৯তম ওভারে। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আম্পায়ার তানভির আহমেদ ওয়াইট দিলে তেড়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরে লেগ আম্পায়ার মাসুদুর রহমান মাহমুদউল্লাহকে থামান। এর আগেও আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারান মোহামেডান অধিনায়ক সাকিব আর হাসান।
জয়ের জন্য শেষ ওভারে আবাহনীর দরকার ছিল ৮ রান। ব্যাট হাতে উইকেটে ছিলেন পেস বোলার মেহেদী হাসান রানা ও তানজিম হাসান সাকিব। বিপরীতে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার নাসুমের আহমেদ।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ১ রান নেন তামজিম। পরের বলেটি ডিপ মিডউইকেট দিয়ে চার মারলেন সাকিব। তবে পরে বলে কাভার শর্ট খেলে দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মেহেদী।
রানার বিদায়ে ৯ উইকেট হারায় আবাহনী। ইনিংসের বাকি ৩ বল খেলতে ব্যাট হাতে মাঠে নামে আরাফাত সানি। তখনও আবাহনীর জনের জন্য প্রয়োজন ছিল ৩ বলে ৩ রান। চতুর্থ বলে সানি ১ রান নিলে শেষ ২ বলে প্রয়োজন হয় ২ রান। বাকি কাজটুকু অবশ্য পঞ্চম বলেই সেরে ফেলে আবাহনী।
কাভারের দিকে তুলে দিয়ে সহজেই দুই রান আদায় করে নেন সাকিব। ফলে ১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেটে জয় তুলে নেয় আবাহনী। এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলে শীর্ষে ওঠে গেল ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]