পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। পিএসএলের প্রথম চার আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। এরপর পঞ্চম মৌসুমে এসে প্রথমবারের মত ফাইনালে উঠলেও পিএসএলের শিরোপা জিততে পারেনি লাহোর। তবে ৬ষ্ঠ আসরে আবারও গ্রুপ পর্ব থেকে থেকেই বিদায় নিয়েছে লাহোর কালান্দার্স।
লাহোরের এমন অবস্থার জন্য মালিকপক্ষকে দোষারোপ করেছেন কিংবদন্তি পেসার শোয়েব আকতার। দলটির কোচিং স্টাফেও পরিবর্তন আনতে বলেছেন তিনি। এছাড়াও লাহোর ফ্রাঞ্চাইজি কিনে নিতে চেয়েছেন শোয়েব আকতার।
পিএসএলে লাহোর কালান্দার্স দলে রয়েছেন রশিদ খান, ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের মত তারকারা। এরপরেও তাদের হাতে সাফল্য ধরা দিচ্ছে না।
লাহোর ফ্রাঞ্চাইজি কিনে নিয়ে 'লাহোর এক্সপ্রেস' নামে খেলাতে চান শোয়েব আকতার। সাথে দলের ম্যানেজমেন্টেও পরিবর্তন করতে চান এ পেসার।
লাহোর কালান্দার্সের মালিক পাকিস্তানী ব্যবসায়ী ফাওয়াদ রানা। ইতিমধ্যে লাহোর কালান্দার্স কিনে নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব।
লাহোর কালান্দার্স কিনে নেওয়ার বিষয়ে শোয়েব বলেন, 'আমি রানা ভাইদেরকে দলটা বিক্রি করে দিতে বলেছি। আমি দলের নাম দিবো লাহোর এক্সপ্রেস, সাথে দলের ম্যানেজমেন্টে পরিবর্তন করবো। বর্তমান মালিক কিংবা ম্যানেজমেন্ট কেউই ক্রিকেটকে গুরুত্বসহকারে নিচ্ছে না। বরঞ্চ লাহোর ব্রান্ডের দুর্নাম করছে।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]