ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ২৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের এই সফরে শুধু পাকিস্তান জাতীয় দল নয়, একই সাথে দেশটির 'এ' দলও সফর করবে। দলে সুযোগ পাওয়া ২৬ ক্রিকেটার থেকেই মূল দল এবং 'এ' দলের খেলোয়াড় নির্বাচন করা হবে।
ক্যারিবীয় সফরে পাকিস্তান নারী ক্রিকেট দল পাঁচটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান 'এ' দল তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
নারী দলের নির্বাচক উরুজ মমতাজ একই সময়ে মূল দল এবং 'এ' দলের এই সফরকে নতুন এক মাইলফলক বলে উল্লেখ করেন। দলের ক্রিকেটারদের ব্যাপারে আশাবাদী এই নির্বাচক মনে করেন, সর্বশেষ কয়েক মাসে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদেরই সুযোগ মিলেছে এই ২৬ জনের তালিকায়।
পাকিস্তানের হয়ে ২০৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাভেরিয়া খান পাকিস্তান মূল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। রামিন শামিম পাকিস্তান 'এ' দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন। আর সিদ্রা নেওয়াজের কাঁধে থাকবে টি-টোয়েন্টি দলের ভার।
ঘোষিত দল: জাভেরিয়া খান, রামিন শামিম, সিদ্রা নেওয়াজ, আলিয়া রিয়াজ, আইমান আনোয়ার, আনাম আমিন, আয়েশা নাসিম, আয়েশা জাফর, দিয়ানা বাইগ, ফাতিমা সানা, ইরাম জাভেদ, জাওয়েরিয়া রউফ, কাইনাত ইমতিয়াজ, মাহাম তারিক, মুনেবা আলি সিদ্দিকি, নাহিদা খান, নাজিহা আল্ভি, নাশরা সুন্দ্রু, নাতালিয়া পারভিজ, নিদা ধার, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন ও আরব শাহ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]