আঙুলে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলতে পারছেন না জাতীয় দল ও মোহামেডানের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তবে ঘরে বসে নেই। জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে নিজেকে ফিট রাখতে করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। বাঁ-হাতে ৭টি সেলাই নিয়েই অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন তিনি।
শনিবার (১৯ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তাসকিন একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে হাতের সেলাই নিয়েই বিভিন্ন ধরনের অনুশীলন করতে দেখা যায় তাসকিনকে। তাসকিনের এমন পরিশ্রমী মনোভাব প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট ভক্তরাও খুশি তাসকিনের ফিরে আসার চেষ্টায়।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয় তাকে। সাকিবের পাশাপাশি তাসকিন না থাকায় সুপার লিগে অনেকটাই দুর্বল হয়ে গেলো তাসকিন।
ইনজুরিতে পড়ার আগে তাসকিন এবারের ডিপিএলে ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। সেরা বোলিং প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট। ৮ ম্যাচের মধ্যে দুই ম্যাচ ছিলেন উইকেট শূণ্য। সেই দুই ম্যাচে প্রতিপক্ষ ছিল প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল।
ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও দলের সাথে ছিলেন তাসকিন। সেই সিরিজে বল হাতে তেমন উজ্জল ছিলেন না তিনি। সিরিজের শেষ ম্যাচে ৪৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন এ পেসার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]