বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখায় স্ত্রীর বিভিন্ন অভিযোগ ও মামলার জের ধরে বেশ জামেলাই পড়েছেন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামি। তবে শামির জন্য স্বস্তির খবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের ম্যাচ গড়াপেটায় অভিযোগের সত্যতা পায়নি বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার শীর্ষ কর্মকর্তা নীরজ কুমার। ফলে তাকে আবারও ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ‘বি’ গ্রেড রিটেনারশিপ চুক্তিতে অন্তর্ভুক্ত করছে বোর্ড।
বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, শামির অভিযোগ তদন্তে দিল্লি পুলিশের সাবেক কমিশনার ও বিসিসিআই’র দুর্নীতি দমন বিভাগের প্রধান নীরজ কুমারকে নিযুক্ত করে বোর্ড । নীরজ কুমার তার তদন্ত প্রতিবেদন বোর্ডের কাছে জমা দিয়েছে যেখানে শামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে বোর্ড পুনরায় তাকে কেন্দ্রীয় চুক্তিতে পিরিয়ে নিচ্ছে এবং ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করছে।
গত সপ্তাহে শামির বিরুদ্ধে বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ আনেন তার স্ত্রী হাসিন। একই সঙ্গে হাসিন সামাজিক যোগাযোগের মাধ্যমে একাধিক নারীর সঙ্গে শামির চ্যাটিংয়ের স্ক্রিনশট প্রকাশ করেন। এছাড়া হাসিন শামির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পারিবারিক সহিংসতার অভিযোগে মামলাও দায়ের করেন।
শামি অবশ্য তার বিরুদ্ধে স্ত্রী হাসিনের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে স্ত্রীর হত্যাচেষ্টা মামলার দায়ের করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড শামিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়।