আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আজম খান। পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার মইন খানের ছেলে আজন খান। শারীরিক ভাবে ওজন বেশি হওয়ায় তাকে দলে নেয়ায় নানা আলোচনা সমালোচনা হয়েছে।
অনেকের ধারণা স্বজনপ্রীতির কারণেই সুযোগ মিলেছে আজমের। তবে, তার বাবা মইন খান স্বীকার করলেন তাকে আরও শিখতে হবে।
পিএসএলেও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না আজম খানের। পিএসএলে তিনি খেলছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। যেই দলের কোচ আবার তার বাবা মইন খানই। আর তাই বার বারই স্বজনপ্রীতির অভিযোগটা উঠছেই। ব্যাট হাতে সে অভিযোগের জবাব দিতেও ব্যর্থ আজম খান। শেষ চার ম্যাচে তার সংগ্রহ কেবল ৬১ রান।
পাকিস্তানের গণমাধ্যমের সাথে আলাপকালে মইন খান জানান, তার ছেলে বেশ প্রতিভাবান। যে কোন ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতাও রয়েছে তার। মইন খান আরও মনে করেন প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্যও তার ছেলের রয়েছে।
একই সাথে মইন খান বলেন, 'তাকে আরও শিখতে হবে। চাপ থাকবেই, হউক সেটা আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট। চাপকে কিভাবে সামলাচ্ছে সেটিই মূল কথা।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]