মোহাম্মদ সামিকে নিয়ে যখন উত্তাল ভারতীয় ক্রিকেট তখন পুলিশি মামলার শঙ্কায় পড়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ড. ভিমারাও আম্বেকড়কে নিয়ে ‘অবমাননাকর টুইট’ করে বিপাকে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার।
যোধপুর কোর্ট বুধবার হার্দিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। এনডিটিভি জানিয়েছে, গত বছর ২৬ ডিসেম্বর হার্দিকের করা একটি টুইট থেকে বিতর্কের শুরু। পরে বাধ্য হয়ে সেই টুইট তিনি ডিলিট করেন।
ড .মেঘওয়াল হার্দিককে উকিল নোটিশ পাঠান। পরে কোর্টের কাছে মামলার অনুমতি চান তিনি।
পান্ডিয়া লিখেছিলেন, ‘আম্বেকড় কে??? যিনি বৈষম্যের আইন এবং সংবিধানের খসড়া করেছিলেন। এবং দেশজুড়ে বিভেদ ছড়িয়েছিলেন।’
আম্বেকড় মূলত ভারতীয় দলিত সম্প্রদায়ের হয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে নেমেছিলেন। ভারতীয় সংবিধান তৈরিতেও তার ভূমিকা ছিল। ১৯৫৬ সালে দিল্লিতে মারা যান তিনি।
মেঘওয়াল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘পান্ডিয়ার মন্তব্যের বিষয়ে আমি জানুয়ারি মাসে অবগত হই। আম্বেকড়ের মতো মানুষের প্রতি এটি অবমাননাকর। সেটি করে তিনি মারাত্মক অপরাধ করেছেন। তার মন্তব্য আমার সম্প্রদায়ের চেতনায় আঘাত করেছে।’